একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

তুমি যারে বন্ধু ভাবো, করো পিরিতে দেওয়ানা


তুমি যারে বন্ধু ভাবো, করো পিরিতে দেওয়ানা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো জানিনা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো বুঝিনা


বন বৃক্ষ ছায়া তলে
ভিঁজায়ে সমুদ্র জলে
রাখ তারে গোপন করে - এ কেমন বাসনা


অন্তর পোড়া যত জ্বালা
আগুনেতে পুষ্প কয়লা
মন দিয়া আঙ্গার করো - এ কেমন যাতনা


কল্পকান্ত ভাবে যত
বাড়ে গো হৃদয় ক্ষত
পোষা পাখির মতই ছটফট - করে যে তাড়না





ওল্ডহাম
১৯/১২/২০১৫

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

নদীর জলে ডুব সাঁতারে কোন ভুবনে ডুবতে যায়


নদীর জলে ডুব সাঁতারে কোন ভুবনে ডুবতে যায়
জল পিপাসায় চাতক পাখি অম্ল পানে মরতে চায়


মরতে কে গো জীবন বাজি
রাখলো ওগো দয়াল সাঁইঝি
ঝড় তুফানে উঠল কে আর
ডুবতে থাকা ভাঙা নায়


জন্মিলে যে বায়ুর আশে
মরতে কি আর ভালবাসে
ধুলোর ঘরে সাঁজায় বাসর
অনন্ত কাম বাসনায়


যে অসুখে সাগর কাঁদে
নদীও তার জল সাধে
ঝরণা ঝরে আকুল হয়ে
যেই পিরতের ভাবনায়


কল্পকান্ত কখন ডুবে
ক্রোধ আর হিংসা লোভে
দিন গেল যে পাড়ে বসে
আহার নিদ্রা যাতনায়




ওল্ডহাম
১৮/১২/২০১৫

আমি কিতা করতাম গো


আমি কিতা করতাম গো।।
সোনা বন্ধু গেল আমায়
একলা থইয়া গো


চান্দের দেশে যাইতে বন্ধে
না লাগায় আনা কড়ি
আমারে নো থইয়া যায়
দিয়া প্রেমর দড়ি।।


একলা ঘুরে একলা ঘুমায়
আইন্দাইর রাইত বেলা
চাইয়া থাকি নিদ্রা আশে
হায় বিয়ানে একেলা।।


কল্পকান্ত বন্ধুর লাগি
গাইছে যত গান
হুইন্না মাইনষে অট্টহাসে
করলো অপমান।।






ওল্ডহাম
১৮/১২/২০১৫

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বন্ধুর প্রেমে মন মঁজাইলাম গো কলঙ্কী হইলাম


বন্ধুর প্রেমে মন মঁজাইলাম গো কলঙ্কী হইলাম
এখন বন্ধে বিন বাসে গো কুলও হারাইলাম



বন্ধু আমার আপন ছিল গো রাখিতাম আদরে
ব্যথা দিয়া চইলা গেল গো বুকের পাঁজরে
মনের দুঃখ সইতে ভারি এখন কারে যে কইতাম


বন্ধু আমার গেল গো প্রবাস সুখেরই আশায়
এখন বন্ধে কাঁদে কাঁদায় মোরে নয়ন জলে ভাসায়
দুই দেশেতে দুই জন থাকি কেমনে যে সইতাম



প্রেমর ডোরে বাঁধা দু'জন গো একই সুতায়
কল্পকান্ত কেমন করে গো একলা ঘরে ঘুমায়
বন্ধুর বিরহে পোড়া কেমনে গো মইতাম





ওল্ডহাম
০৩/১২/২০১৫

উতাল ঢেউয়ে কূল ভাঙ্গিলো


উতাল ঢেউয়ে কূল ভাঙ্গিলো
জাগলনারে চর কোন
কোন সে মায়ায় নদীর মাঝি
মিছে স্বপন বুনো।।


নদীর জলে ভেসে ভেসে
বেড়াও তুমি গেয়ে হেসে।।
ঠেকলে নৌকা চরে এসে
যাবে জলে যৌবন


পথ ধরেছ ছেড়া পালে
বৈঠা সোজা ঢেউয়ের তালে।।
ভাঙে যদি ঘুর্ণি জালে
যাবে বৃথা জীবন


মাঝির যদি রঙিলা মন
কে জানে ডুবায় কখন।।
ডুবিলে আসিবে সমন
কাঁদবে কান্ত'র মন


মাঝি যদি রঙিলা হয়
ঘুর্ণি জলে ভাসিতে ভয়।।
নিরাশা উবে উদয়
কাঁদবে কান্ত'র মন





ওল্ডহাম
০৩/১২/২০১৫

যতন করে গাঁথলাম মালা

যতন করে গাঁথলাম মালা
সয়ে কত প্রেম জ্বালা।।
অঙ্গার হইল মনের ঘর
পুড়াইলে নি পুড়ে গো অন্তর


বন্ধু যদি বিন বাসে গো।।
দূরে যায় চলিয়া
কে লইব অভাগার খবর


বন্ধু আমার ছিল আপন।।
হৃদ মাঝারে লুকাইয়া
এখন বন্ধু হইল পর


কল্পকান্ত প্রেমের রোগে।।
গেছে সব ভুলিয়া
আওরে বন্ধু সাঁজাই বাসর







ওল্ডহাম
০৩/১২/২০১৫

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

নদীর ঘাটও যাওলো সখি কাঙ্খে কলসি লইয়া


নদীর ঘাটও যাওলো সখি কাঙ্খে কলসি লইয়া
বাঁজায় বাঁশি পথ চেয়ে বন্ধু শ্যাম কালিয়া


পথে বিছাইল শিউলি ফুল
গন্ধ বিলায় মেঘও চুল
হাওয়ার তারে রাখও কান পাতিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া


নদী ভরা কাজলা জল
রাঙা পায়ে নামে ঢল
লাজুক হাসি রাখও আঁচলে ঢাকিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া


যে সুরে মন আকুল
হয়রে সদাইর মধুর ভুল
ডুব দিয়া রয় প্রেমেতে মঁজিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া





ওল্ডহাম
২৫/১১/২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কি বাঁশি বাঁজাইল গো বন্ধে


কি বাঁশি বাঁজাইল গো বন্ধে
কি বাঁশি বাঁজাইল
মনের ভেতর গহীন কোঠায়
আগুনও জ্বালাইল


মেলায় বসে গাইল গো বন্ধে
পিরিতেরই গান
হাওয়ার দেয়াল ভেদ করিয়া
মারে হৃদয় ধইরা টান
কি বাঁশি বাঁজাইল বন্ধে


করুণ সুরে বাঁজায় গো বন্ধে
দিয়া মনও প্রাণ
বন্দী পাখির মতই ছটফট
লইয়া প্রেমের বাণ বন্ধে


কল্পকান্ত জানে গো বন্ধে
গাইছে প্রেমের গান
পিরিতের সাগরে ডুবে
গেল কুল মান -বন্ধে



ওল্ডহাম
২৪.১০.২০১৫

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ভাবিলো কল্পকান্ত


ভাবিলো কল্পকান্ত
থাকিবে আরো শান্ত
মনের সাথে মন মজাঁইয়া
পাইবেরে লাগাল
বন্ধুর পাইবেরে লাগাল
আমার আছে কিরে ধন
তারে করিব যতন
বন্ধে শুন্যে দেয় উড়াল


বসন্তের এমনই হাওয়া
সদাই মনে দেয় যে ধাওয়া
তবু যেন মনে বয় কার্তিকের আকাল


ফুটে ফুল চারিপাশে
বন্ধুয়া নাই মোরও পাশে
মনের ভেতর বইছে যেন বৈশাখী আফাল


আমার বন্ধু কিতা জানে
তার মনে কিরে মানে
কেমনে থাকে সে করিয়া আড়াল




ওল্ডহাম
১৬.১০.২০১৫

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

আমি তুমি, তুমি আমি দু'জনে মিলিয়া


আমি তুমি, তুমি আমি দু'জনে মিলিয়া
পান খাব গান গাব নাচিয়া নাচিয়া
বিষ্যুদবারে আইসো বন্ধু গান শুনাবো তুমায়
পরাণে পরাণ রাইখো আপনও জানিয়া।


তুমি বন্ধু ফুলটি হইও, আমি হবো ভ্রমর
পিরিতের ডোরে বেঁধে লইব মনের খবর।।
দুই জনাতে একজন হবো প্রেমেতে ডুবিয়া


আমাতে-তুমাতে মিলে বাগানে ফুটিব
ফুলেরও সুরভী হয়ে হাওয়াতে মিশিব।।
একের ভেতর দুই জন রবো প্রেমেতে মজিয়া


তুমি বন্ধু অকুল নদী আমি উতাল ঢেউ
দুইজনাতে ঘর বাঁধিলাম না চিনিলাম কেউ।।
সাতরে সাগর পাড়ি দেব প্রেমেতে ভাসিয়া


কল্পকান্ত জিগ্যাস করে কেবা তুমি-আমি
নামে গুণে বিচার করে কেবা হবে দামী।।
কুজনে সুজন ভাবি প্রেমেতে বুঝিয়া




ওল্ডহাম
১৪.১০.২০১৫

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

ও সুরমা নদীরে তুমারে শুধাই



ও সুরমা নদীরে তুমারে শুধাই
মনর খবর খইবাইনিরে বন্ধুর কাছে যাই
আমার মনো শান্তি নাই।।


বন্ধু আমার কোনবা দেশে অচিন হাওয়ায় উড়ে
যাইবায় নিরে সুরমার পানি (আমার) বন্ধুয়ারও ঘরে
আমি তুমারে শুধাই...


ঢেউয়ের জলে দুঃখ পুড়ে যদি হইত ছাই
ভব হাওয়ায় প্রান বাঁচিত (আমার) বন্ধুরে না পাই
আমি তুমারে শুধাই...


কল্পকান্ত অথৈ জলে সাঁতরে বেড়ায় একা
অইবনি আর প্রাণ থাকিতে (আমার) বন্ধুর সাথে দেখা
আমি তুমারে শুধাই...





ওল্ডহাম
১৩.০৯.২০১৫

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

মন কান্দেরে


মন কান্দেরে
প্রাণ কান্দেরে
কোন সায়রে নাও ভাসাইয়া
অন্তর কান্দেরে।।


জলের উপর বসত বাড়ি
ঢেউয়ে ঢেউয়ে দোলা
কোন পবনে ব্যাকুল হইয়া
হইলি বে-ভুলা।। রে


বাইতে বাইতে দিন যে গেল
পাড়ের নাই ঠিকানা
কোন সে আশায় বৈঠা ধরো
না মানিয়া মানা।। রে


কল্পকান্তে বাইতে আছে
সায়রে সায়রে
কোন দিন যে পৌছে যাবে
ভাবে আপনায় রে।।





বার্সকপ, ওর্মসক্রিক
২৬.০৭.২০১৫

বুধবার, ১ জুলাই, ২০১৫

যারে মনে রাখিলাম


যারে মনে রাখিলাম
যারে লইয়া গান বান্ধীলাম।।
সে কি জানে না, জানে না, জানে না বন্ধুরে
জানলে কি আর দিতনারে দাম।।


গানে বন্ধুরে ভাবি
সুরে সুরে ধরে রাখি।।
গানের ভেতর প্রেম পিয়াসে যারে বাঁধিলাম


মনে নো ভাবে তারে
মন দিয়াছি যারে।।
মনের ঘরে সংগোপনে যারে পোষিলাম


বিনা সুতোর প্রেম ডোরে
কল্পকান্ত বাঁধা পড়ে।।
পিরিতের দড়িতে বেঁধে যারে রাখিলাম






ওল্ডহাম
০১.০৭.২০১৫

সোমবার, ২৯ জুন, ২০১৫

আমার সই নো গেছে ঘাটে

আমার সই নো গেছে ঘাটে
আনব জল ভরিয়া মাটির কলসে।।


জলেতে নামিয়া পাখি ডুবাই দিলো ঠোঁট
তরঙ্গে ভিঁজিল সখির দেহাবরণ কূট গো।।
সখি মুচকি মুচকি হাসে


টপকিয়া চরণ পেলে বাঁজে পায়ে মল
বাতাসে লেপ্টে রাখে ভেঁজা আঁচল গো।।
সখি থাকায় অভিলাষে


কল্পকান্ত প্রেমের ভয় ধরেনা তার মনে
সখিরে নো আগলে রাখে পরাণে পরাণে গো।।
সখি চলে আবেশে





ওল্ডহাম
২৯.০৬.২০১৫

বুধবার, ২৪ জুন, ২০১৫

ও শিকারী মন


ও শিকারী মন
শিকার ধরে রাখ করিয়া যতন।।


যে পাখি ধরিলায় পোষ মানিতে চায়
কথা কয় শেখা বুলি যা তুমি শিখাইলায়।।
জানেনা পাখি আর অন্য কথন
শিকার ধরে রাখ করিয়া যতন


পাখি যে বনেলা, ছিল বনে একেলা
পিন্জিরায় ঢুকিয়া তার যায় না বেলা।।
বনের সাথীরে হয় কেবল স্মরণ
শিকার ধরে রাখ করিয়া যতন


কল্পকান্ত চিনেনা শেখা বুলি বুঝেনা
কোন পাখি পোষে তাও সে জানেনা।।
শিকল ছিড়িয়া হয় শুন্যে পতন
শিকার ধরে রাখ করিয়া যতন





ওল্ডহাম
২৪.০৬.২০১৫



মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

ও রঙের কারিগর


ও রঙের কারিগর
রং নি লাগাও মনের উপর
রং নিয়া খেলা-নেলা
কর তুমি সারাবেলা
রাখ নানান রঙের খবর।


ভুবনে আসিয়া, গেলায় প্রেমে ফাঁসিয়া
রঙের বাহারে মজে হইলায় অতল
যে রঙে রাঙিলায় অঙ্গেতে মাখিলায়
রঙে রঙিন চিনে করিলায় আদর।।


রঙে চমক লাগে অভিমানে অনুরাগে
কালা সাদা রং দেখে হইলায় কতল
নানা রঙের নামে গুণে উতলিয়া যৌবনে
বেশ ধরে ঘটা করে সাঁজাইলায় গতর।।


কল্পকান্ত চিনেনা রঙের বাহার জানেনা
রঙ দিয়া গড়ে তবু রঙীলা আদল
বাতাসের যেই গুণ নিভাইলে জ্বালায় আগুন
ছাই হইয়া উইড়া যায় রঙেরই আতর।






ওল্ডহাম
২৩.০৬.২০১৫

রবিবার, ৩১ মে, ২০১৫

মাইনষে কয় আমি পিরিতি করি নি


মাইনষে কয় আমি পিরিতি করি নি
আমার পিরিতি কার সনে।।
কার লাগি পরান কান্দে বন্ধু কালা জানে


অন্তরে প্রেম রাখিয়া দুইও অন্তর পুড়ে
দুই জনাতে ঘর বাঁধে অনন্ত অঙ্গারে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


রাইত নি আছে, দিন নি আছে পিরিতে যে মরা
দুই জনাতে ঠগাঠগি, খায় দুই জনাতেই ধরা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


বাসরে কি আসে যায় লাগেনা ফুলও মালা
শয়নে স্বপনে রয়, মিলনে দুইজনই একেলা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


কল্পকান্ত প্রেম করে তার বন্ধুয়ারও সনে
বাঁচে মরে একই সাথে পরাণে পরাণে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে



ওল্ডহাম
৩১/০৫/২০১৫

শনিবার, ২৩ মে, ২০১৫

শোন নিরে মন কে কথা কয় মনেরই ভেতর


শোন নিরে মন কে কথা কয় মনেরই ভেতর
কোথায় যাও ঘুরে বেড়াও অচেনা এ শহর।।


মোড়ে মোড়ে আলো জ্বলে বাহারী তার ছঠা
রুপে মঁজে নয়ন ভুলে নিজ ভেতর রটা।।
কেউ নি রাখে আপন হয়ে তোমার সে খবর


চমকায় বিজলী আকাশে মেঘ করে যে ঘটা
ধরায় নেমে আসে যেন প্রেমিক কুলটা।।
সোহাগে নো আঁছরে পড়ে ভূমির উপর


বাতি ঘরে কে জ্বালাবে শুণ্য তেল লোটা
কল্পকান্ত জেগে আছে আন্ধার তার কোটা।।
দৌড়াইয়া নি পাওয়া যায় চান্দের পসর





ওল্ডহাম
২৩.০৫.২০১৫

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সোনা বন্ধুরেআমারে নি নিবায় তোমার সাথে।।


সোনা বন্ধুরেআমারে নি নিবায় তোমার সাথে।।
পাল তুইল্লা কই যাও ভাটির টানে বাইয়া
আমারে নি নিবায় বন্ধু তোমার নায়ে তুইল্লা।। সোনা বন্ধুরে


বাতাসে নি জানে বন্ধু ঘাটের ঠিকানা
ঢেউয়ের তালে উড়িয়া যায় নাওখানি যে খেউল্লা।।
সোনা বন্ধুরে
আমারে নি নিবায় বন্ধু তোমার সাথে তুইল্লা সোনা বন্ধুরে


কল্পকান্ত ভেসে যায়, না জানে গো সাঁতার
কোন কৌশলে পাড় অইমু কউছাইন বন্ধু খুইল্লা।।
সোনা বন্ধুরে
আমারে নি নিবায় বন্ধু তোমার সাথে তুইল্লা সোনা বন্ধুরে




ওল্ডহাম
২৪.০৪.২০১৫

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

এলো সখী আয় বসি নিরালায়


এলো সখী আয় বসি নিরালায়
বাঁশিটির সুর শুনি কে বাঁজায় একেলায়
এলো সখী আয়।।


বাশের বাঁশি বাঁজাই রাঁধা
মনতো মানেনা বাঁধা গো
রুপের ছটায় লাগুগ ধাঁধাঁ
বনের ভেতর আলো ডুবে বেলা আমার যায়।।


বাঁশি কি আর যাদু জানে
কে বুঝে তার সুরের মানে গো
লাগুগ ছোয়া রাধার প্রানে
ঝড় লাগে যে ছেড়া পালে ঢেউ না উঠুক নায়।।


কল্পকান্ত বাঁজায় বাঁশি
রাঁধা যদি শুনায় হাসি গো
পিরিতের দড়িতে ফাঁসি
জীবন যাবে হাওয়া জলে ঐ রূপেরই নেশায়।





ওল্ডহাম
০৬.০৪.২০১৫

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

আমি যদি প্রেমে ডুবি

আমি যদি প্রেমে ডুবি
বন্ধুর প্রেমে অতল হই
টানিয়া তুলিব সে ডুবুরী কই।

বন্ধুর প্রেমে যেজন মঁজে
ডুব দেয়া তারই সাঁজে       গো
জলের উপর জল ঢালিয়া
প্রেম সাগরে ডুবে রই।।

যেজন প্রেমে মন দিয়াছে
সে কি আর বায়ুতে বাঁচে      গো
আগুন পানি সমান লাগে
চিপাতে লাগেনা পই।।

কল্পকান্ত প্রেমে মরে
প্রেমে বাঁচে প্রেমে ঘুরে গো
ভেসে বেড়ায় আকাশ পাতাল
লাগেনা তার কোন মই।।



ওল্ডহাম, ২৩.০৩.২০১৫ 

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

আজকু যদি বন্ধু আয়গো কিতা কইমু তারে



আজকু যদি বন্ধু আয়গো কিতা কইমু তারে
দেখা অইলে সইমু কিলা প্রেমর ভয় অন্তরে।।

বন্ধু যদি চায় গো আমায় ভরা নয়ন জলে
ভাসিয়া ডুবিয়া যাবো পিরিতেরই ঢলে।।
ডুবে যদি যাই গো আমি কে রাখিব ধরে
দেখা অইলে সইমু কিলা প্রেমর ভয় অন্তরে ও আমি।।


আমি যদি না চিনিয়া  বন্ধুরে যাই ভুলে
সে কি ছাড়িয়া যাইব গো রাখিয়া অতলে।।
কল্পকান্ত জিকায় নিজে পাইলে বন্ধুরে।।
দেখা অইলে সইব কিলা প্রেমর ভয় অন্তরে ও আমি
দেখা অইলে সইমু কিলা প্রেমর ভয় অন্তরে।



ওল্ডহাম
১৯.০৩.২০১৫