বন্ধুর প্রেমে মন মঁজাইলাম গো কলঙ্কী হইলাম
এখন বন্ধে বিন বাসে গো কুলও হারাইলাম
বন্ধু আমার আপন ছিল গো রাখিতাম আদরে
ব্যথা দিয়া চইলা গেল গো বুকের পাঁজরে
মনের দুঃখ সইতে ভারি এখন কারে যে কইতাম
বন্ধু আমার গেল গো প্রবাস সুখেরই আশায়
এখন বন্ধে কাঁদে কাঁদায় মোরে নয়ন জলে ভাসায়
দুই দেশেতে দুই জন থাকি কেমনে যে সইতাম
প্রেমর ডোরে বাঁধা দু'জন গো একই সুতায়
কল্পকান্ত কেমন করে গো একলা ঘরে ঘুমায়
বন্ধুর বিরহে পোড়া কেমনে গো মইতাম
ওল্ডহাম
০৩/১২/২০১৫