একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সোনা বন্ধুরেআমারে নি নিবায় তোমার সাথে।।


সোনা বন্ধুরেআমারে নি নিবায় তোমার সাথে।।
পাল তুইল্লা কই যাও ভাটির টানে বাইয়া
আমারে নি নিবায় বন্ধু তোমার নায়ে তুইল্লা।। সোনা বন্ধুরে


বাতাসে নি জানে বন্ধু ঘাটের ঠিকানা
ঢেউয়ের তালে উড়িয়া যায় নাওখানি যে খেউল্লা।।
সোনা বন্ধুরে
আমারে নি নিবায় বন্ধু তোমার সাথে তুইল্লা সোনা বন্ধুরে


কল্পকান্ত ভেসে যায়, না জানে গো সাঁতার
কোন কৌশলে পাড় অইমু কউছাইন বন্ধু খুইল্লা।।
সোনা বন্ধুরে
আমারে নি নিবায় বন্ধু তোমার সাথে তুইল্লা সোনা বন্ধুরে




ওল্ডহাম
২৪.০৪.২০১৫

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

এলো সখী আয় বসি নিরালায়


এলো সখী আয় বসি নিরালায়
বাঁশিটির সুর শুনি কে বাঁজায় একেলায়
এলো সখী আয়।।


বাশের বাঁশি বাঁজাই রাঁধা
মনতো মানেনা বাঁধা গো
রুপের ছটায় লাগুগ ধাঁধাঁ
বনের ভেতর আলো ডুবে বেলা আমার যায়।।


বাঁশি কি আর যাদু জানে
কে বুঝে তার সুরের মানে গো
লাগুগ ছোয়া রাধার প্রানে
ঝড় লাগে যে ছেড়া পালে ঢেউ না উঠুক নায়।।


কল্পকান্ত বাঁজায় বাঁশি
রাঁধা যদি শুনায় হাসি গো
পিরিতের দড়িতে ফাঁসি
জীবন যাবে হাওয়া জলে ঐ রূপেরই নেশায়।





ওল্ডহাম
০৬.০৪.২০১৫