একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর

এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর
বুঝিতে পারিনা দয়াল কে আপন, কে পর

দেখা হলো পথে, যারও সাথে
দু'টি কথা বলে, ভালবেসে ফেলে।।
তবুও সে যায় ছেড়ে আসিলে ঝড়

এই যে মমতা, যত গোপন কথা
ফুরায়ে যায় সবই, থাকেনা কিছুই।।
নদী মারা গেলে তবু জাগে চর

সুন্দর এ পৃথিবীর, আছে মন গভীর
ভালবেসে রাখে, হারালো সে যাকে।।
দিন ফুরায়ে যায় সদাই কল্পকান্তর





১৯/১২/২০
সুইন্টন

সোমবার, ২ নভেম্বর, ২০২০

প্রাণানাথ বন্ধুরে, তুমি থাক কেন দূরে


প্রাণানাথ বন্ধুরে, কেন তুমি থাক দূরে
এসো এসো রাঙা চরণে আমার এই বাসরে।।


ফুলের ঢালি, ফুলের মালা, হয়েছে বিষম জ্বালা।।
হৃদয় হয়েছে কয়লা, সেই প্রেমাগুনে পুড়ে


নদীর জল, করে টলমল, আমায় করছে অতল।।
হারিয়েছি এই মনোবল, কামনারই তুড়ে


যে ছলে, যাব ভুলে, তবুও সে রবে দিলে।।
কল্পকান্ত সদাই বলে রাখিব অনতরে





০২/১১/২০
সুইন্টন

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

আমার সাথে তুমি ঘুমাও, তোমার সাথে কে


আমার সাথে তুমি ঘুমাও, তোমার সাথে কে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?

মনে গোপন যত কথা, বলতে গেলে পাই ব্যথা
সহজ করে যায়না বলা চোখের আনদাজে।।
যে রুপে আছি আমি দেখ নয়নও রেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?

বলতে ব্যাকুল আমি, আছো কি জেগে তুমি
ঘুমের ঘোরে নিত্য যেন কে আর সাঁজে।।
সাঁজো তুমি যে রুপে আমারেও দিও মেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?

আমারে পাইনা ভেবে, হারিয়েছি সেই কবে
লুকায়ে আছি তোমায় যেন কত সহজে।।
কল্পকান্ত সদাই বুঝি সদাই তোমারে ডাকে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?





সুইন্টন
১৮/১০/২০

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারিনা


বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারিনা
কী করি উপায় গো সজনী, কী করি উপায়।
মনেতো মানেনা, প্রাণেও সহেনা
দূরে থাকা হলো দায় গো সজনী, কী করি উপায়।


আশা ছিল এই মনে, বাঁধিব ঘর বন্ধুর সনে
সেই আশা হইলোনা পুরন
আমি হলাম নিরুপায় গো সজনী।


সে ছিল যে এত আপন, রাঙিয়ে দিলো ভূবন
তারে যারা বেচে থাকা
আর হলো না সহায় গো সজনী


কল্পকান্ত সদাইর মনো, আছে সে অতি গোপনো
সে বিনে মোর শুন্য হৃদয়
ভরে বেদনায় গো সজনী



০১/১০/২০
সুইন্টন/ওল্ডহাম

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ


তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ
হয়তো হৃদয় পোড়ে হবে ছাই
তার কী হবে আর মন্দ।


ব্যাথা পাব বলেই ভুলতে পারব না
প্রেমের আরেক নামতো বেদনা।।
পৃথিবীরর লোকে তাই লাগিয়েছে দ্বন্দ্ব


চলে যাব দূরে কভু ফেলে যাব না
রাখব মনে তোমায় ভুলে যাব না।।
এই নিয়ে কত গান কবিতার ছন্দ


পোড়া মনে আছে তবু কিছু বাসনা
হারালে মনের মানুষ বাড়ে যাতনা।।
কল্পকান্ত সদাইর প্রেম হয়নারে বন্ধ



১২/০৯/২০
সুইন্টন

সোমবার, ৩ আগস্ট, ২০২০

সখি বলগো আমারে


সখি বলগো আমারে
রইবো কী করে আমি ভুলে তারে
প্রেমেরও মুরতি এমনও হয়
যায়না ভোলা কভু রইলে দূরে


যে পাখী পোষ মানে কথাও সে কয়
উড়ে গেলে বনের হাওয়ায় পুড়ে এ হৃদয়।।
সহজে কত স্মৃতি ভোলা তবু যায়
মাতেনা মন আর সে ব্যাকুল সুরে


আমি যেন সেই পোষা বোবা পাখী
মনে করে বন্ধুয়ারে ঝরাই এ দু'টি আঁখি।।
কোনদিন আসে যদি এই অবেলায়
দাড়াবো মুখোমুখি যেন সেই ভোরে


মানুষের মন যেমন হাওয়া ঘেরা মেঘ
শুধু আমি যেন হারিয়েছি পুরনো সেই বেগ।।
কল্পকান্ত সদাই আর ভেবে না পায়
বাঁধবে কেমনে আর এই প্রেমও ডোরে




০৩/০৮/২০
সুইন্টন

রুপ দেখিয়া আমি মঁজিলাম রে

রুপ দেখিয়া আমি মঁজিলাম রে
তার রুপে সদাইর মন নিলো রে

যে রুপেতে আইলা বন্ধু
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে

আসি বলে লুকায় বন্ধু
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে




০৩/০৮/২০
সুইন্টন

শনিবার, ৬ জুন, ২০২০

বাগিছায় ফুল ফুটিলোরে


বাগিছায় ফুল ফুটিলোরে
ভোমরায় গুনগুন করেরে।।
তবু শ্যাম রাধা আইলোনা মোর ঘরেরে।।


নদীতে জলেরও চলন
মনে আঁকা তারও বদন।।
জলে ঢেউ জাগিলোরে-
নদীর কুল ভাসিলোরে-
তবু শ্যাম রাধা দিলোনা ডুব সে জলেরে


উঠোনে চাঁদ জোছনার খেলা
তার পিরিতের যায়না বেলা।।
এমনে রাত নামিলোরে-
আঁধারে কে হাসিলোরে-
তবু শ্যাম রাধা হাসলোনা মোর সে রাতেরে


কল্পকান্ত সদাই যে ভাবে
যে গেলো তারে কি পাবে।।
চৌদিকে কে ডাকিলোরে-
সদাইর মন হাসিলোরে-
যদি শ্যাম রাধা চায়গেো ফিরে প্রাণ থাকিতে






০৬/০৬/২০
সুইন্টন

রবিবার, ১০ মে, ২০২০

রাখিবো কোথায় তোমায়


রাখিবো কোথায় তোমায়
রাখিবো কোথায়
বুকের ভেতর আনচান করে
রাখিবো কোথায়।।


নদীর পানি গেছে বয়ে
সাগর যেদিক যায়
মনে লয় ভাসি আমি
সেদিকে নিরালায়।।


পাখি ডাকে গাছের ডালে
কোকিল কুহু গায়
পথও গেছে সেদিক পানে
পথিক যেদিক যায়।।


কল্পকান্ত সদাই ভাবে
বসে নিরালায়
বন্ধু যদি হয়গো সহায়
রাখিবো কোথায়।।




১০/০৫/২০
সুইন্টন

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

প্রাণনাথ বন্ধুরে



প্রাণনাথ বন্ধুরে
আমার কথা কারে আর বলি
যার সাথে মোর ভাবও নাই
তার সাথে মুই চলি।।


নদী চলে উজান ভাটি
চাঁদ হাসে পূর্ণিমায়
মানুষ জনম হয়যে পুরণ
ভালবাসা ক্ষমায়।।
প্রেমের কথা বলতে আমি
হৃদয় দুয়ার খুলি


ফুল ফুটে রয় ফুল-বনে
জলে রঙিন মাছ
ছায়ার মতো নিজো আয়নায়
দ্বীধায় পুড়ে কাঁচ।।
সে কথা বলতে আমি
করি আকুলি-বিকুলি


কল্পকান্ত সদাই ভাবে
নিজে কেমন আছি
মানুষের ভিতরে মানুষ
মানুষ হয়ে বাঁচি।।
প্রেমের মানুষ প্রেমিক হয়ে
ছড়ায় প্রেমের ধুলি



ওল্ডহাম
১৮/০২/২০২০