একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

মনো পাখিরে কেমনে বান্দিয়া রাখি তোমায়



মনো পাখিরে কেমনে বান্দিয়া রাখি তোমায়
সময় হইলে যাইবায় উড়ে লা মোকামের হাওয়ায়


উড়ালে উড়ালে থাকো
মনের সুখে কুহু ডাকো
আবার কেন বন্দী হওরে পিরিতেরই নেশায়


ভবেরই মাজারে এসে
গেলায় যে প্রেমেতে ফেঁসে
এখন কেন ছটফট করো ছাড়িয়া যাইবার দায়


কল্পকান্ত সদাই ভাবে
ছুটিলে কোথায় যাবে
কোন পবনে উড়াল মারি যাবে যে কোথায়





ওল্ডহাম
৩০/১২/২০১৬

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

আমি তার পিরিতের দিওয়ানা

আমি তার পিরিতের দিওয়ানা
সোনা বন্ধুয় আমারে নো বুঝলোনা


ও আমি দিয়াছি গো মন
তারে ছাড়া গেলো আমার জীবনও যৌবন
এখন প্রাণটি লইয়া পড়িল টান
পড়শিও তা জানলোনা


ও সে গেছে কি ভুলে
পোড়ায়ে গেলো যে আমায় প্রেমর অনলে
এখন বুকের ভিতর পড়িল বান
আরতো ছুটলোনা


ও রে কল্পকান্ত'র মন
ভাবিয়া বুঝিল সে যে আসিলে মরণ
তখন কী হবে সাঁজাইয়া উঠান
বন্ধুরে যদি পাইলোনা





ওল্ডহাম
০৭/১২/২০১৬

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

কোথায় আছো কেমন আছো বল গো তুমি


কোথায় আছো কেমন আছো বল গো তুমি
তোমায় ছেড়ে কেমন করে ভাল রই আমি


যে দিনে দেখা হলো ওগো ফুল বাগানে
তোমায় আমায় কত কথা হইলো গোপনে
ফুলেতে শোভিত হইলো বুকেরো জমি


আকাশেতে জ্বলে তারা মিটিমিটি হাসে
ফুলেরও সুরভি ছায়া চারোদিকে ভাসে
জোছনার চাদরে শুয়ে গেলো যে চুমি


কথা যত ছিল মনে রইলো গোপনে
পেয়েও হারাই যে তোমায় কত স্বপনে
কল্পকান্তর মনের মাঝে রয়েছ তুমি




ওল্ডহাম
১৪/১০/২০১৬

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

উইড়া যাওরে বনেলা পাখি

উইড়া যাওরে বনেলা পাখি
উইড়া যাওরে বন্ধুয়ার বাড়ি
আমার মনের কথা কইও তারে
সে যেন আসে তাড়াতাড়ি-


গাছের পাতা শুকাই যায়রে
পাখি- সেই ডালে বইসে ডাকো
কুটুম পাখির মতই আসো
আড়ালে আড়ালে থাকো রে- পাখি


নদী সদাই ভাটি যায়রে
পাখি- সেই জলে ডুবদি খেলো
কল্পকান্ত ডুবলে পরে
আকাশেতে ডানা মেলো রে-





ওল্ডহাম
১৯/০৯/২০১৬

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

আমার মনে যারে চায়রে বন্ধু সে তো আমায় চায় না

আমার মনে যারে চায়রে বন্ধু সে তো আমায় চায় না
কার লাগি যে গাঁথি মালা ফুলে তো জানেনা


ফুলেতে মধু হলে
ভোমরারও মন গলে
ফুলে ভোমর মিলে বাসর বাগানে তো রয় না


রোদে পোড়া দেহখানি
নিতুই তারে জলে টানি
জলে স্থলে স্ববাক ছলে পরাণে তো সয় না


কল্পকান্তর অবুঝ মনে
বাঁজায় বাঁশি ক্ষণে ক্ষণে
পরাণ ঘরে অসুখ ধরে মধুর কথা কয়না






ওল্ডহাম
১৩.০৮.১৬

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

আমি কেমন করে বেঁচে আছি


আমি কেমন করে বেঁচে আছি
কেউতো জানলোনা
পরাণ পাখি পরাণ ধইরা
আরতো ডাকলোনা-


বৈশাখ গেল জৈষ্ঠ্য আইলো
গাছে নানান ফল
আষাঢ়ে শ্রাবণে নামে
নদী ভরা ঢল
কত নৌকা আইলো গেলো
কেউতো নামলোনা-


ভাদ্রেতে রোদ, আশ্বিনে হয়
সাদা মেঘের খেলা
কার্তিকে ফুটেরে কাঁশ
আগনে কৃষাণ মেলা
কত মানুষ আইলো গেলো
সেতো আইলোনা-


পৌষে মাঘে নামে রে শীত
ফাগুনে ফুটে ফুল
কার লাগি যে গাঁথি মালা
চৈতে করতে ভুল
কত মালা শুকাই গেলো
বন্ধুয় নিলোনা-





ওল্ডহাম
২৭/০৪/২০১৬

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

পিরিতি করিয়া গেলাম গো হারাইয়া



পিরিতি করিয়া গেলাম গো হারাইয়া
মন চাইলে আইও ফুল বাগিছায়
মনে যত কথা, খুইলা কইবো সবই তা
বেলা যে কেটে যাবে ভাবনায়


ফুলে ফুলে রাঙিয়া, ডাল থাকে সাঁজিয়া
বাতাসে সুরে সুরে গান গায়
আসিলে ফাগুন, ভ্রমরায় গুন গুন
আগুন জ্বালাইয়া দেয় অন্তরায়


নিঠুর কাঠুরিয়া কাটে কাঠ গুনিয়া
পাখি কাঁদে হারানোর যাতনায়
কল্পকান্ত সহেনা প্রেমিকের বেদনা
পেয়ে ও সে আর না পায়




ওল্ডহাম
১৫/০৪/২০১৬

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

বন্ধু যদি যায় গো ভুলে দেখিনা আর নয়নে



বন্ধু যদি যায় গো ভুলে দেখিনা আর নয়নে
ঘুমাইলে দেখমুনি তারে স্বপনে।।


বন্ধু আমার ছিল যে জন
হৃদয়ে করিয়া আপন
ভালবাসিতাম তারে গোপনে
বালিশ বানাইয়া গো সিথানে।।

সুর করিয়া বাঁজাই বাঁশি
মনে লয় শুনি বন্ধুর হাসি
ভাবিতে পারিনা বন্ধু বিনে
কেমনে আগলাইয়া রাখি যতনে।।

তারউ লাগি অন্তর পুড়ে
ভাবে যদি একবার মোরে
সুখি ভাবিতাম নিজে মরণে
কল্পকান্তর কথা এক জবানে।।


ওল্ডহাম, 
২৩.০৩.২০১৬