বন্ধু যদি যায় গো ভুলে দেখিনা আর নয়নে
ঘুমাইলে দেখমুনি তারে স্বপনে।।
বন্ধু আমার ছিল যে জন
হৃদয়ে করিয়া আপন
ভালবাসিতাম তারে গোপনে
বালিশ বানাইয়া গো সিথানে।।
সুর করিয়া বাঁজাই বাঁশি
মনে লয় শুনি বন্ধুর হাসি
ভাবিতে পারিনা বন্ধু বিনে
কেমনে আগলাইয়া রাখি যতনে।।
তারউ লাগি অন্তর পুড়ে
ভাবে যদি একবার মোরে
সুখি ভাবিতাম নিজে মরণে
কল্পকান্তর কথা এক জবানে।।
ওল্ডহাম,
২৩.০৩.২০১৬