তুমি যারে বন্ধু ভাবো, করো পিরিতে দেওয়ানা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো জানিনা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো বুঝিনা
বন বৃক্ষ ছায়া তলে
ভিঁজায়ে সমুদ্র জলে
রাখ তারে গোপন করে - এ কেমন বাসনা
অন্তর পোড়া যত জ্বালা
আগুনেতে পুষ্প কয়লা
মন দিয়া আঙ্গার করো - এ কেমন যাতনা
কল্পকান্ত ভাবে যত
বাড়ে গো হৃদয় ক্ষত
পোষা পাখির মতই ছটফট - করে যে তাড়না
ওল্ডহাম
১৯/১২/২০১৫