একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।
যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।
কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্ও নাই।
“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”
কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।
আনন্দে বাঁচো।
- কল্পকান্ত সদাই
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
আমি কেমন করে যাবো ভুলে তোমারও পিরিতিরে
আমি কেমন করে যাবো ভুলে তোমারও পিরিতিরে
তুমি বন্ধু যাইবায় নি ভুলে
আমি দিবানিশি পুড়ে মরি তোমারই প্রেম অনলে।
গাছের ডালে পাখির বাসা পাখি ডাকে নিরালায়
বসন্ত আসলে পরে রঙিলা কোকিল গায়।।
আমার মনের আগুন হয় যে দ্বিগুণ নিভেনা আর তরলে
ফুলের পাতায় ফুল ভোমরা ফুলের মধু খায়
বাগান ভরা ফুলের পাপড় হাওয়াতে উড়ায়।।
আমি যেদিক থাকাই দেখি তোমায় চেয়ে আছো নিরলে
কল্পকান্ত সদাই যেমন- সদাইর মনে যারে চায়
জীবন ও যৌবনও দিয়ে আর কি তারে পায়।।
আমার মনেতে ভয়, তবুও লয় মরি পিরিতেরই গরলে
২৯/১২/১৮
সুইন্টন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)