একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বাগানে ফুটিলো ফুল



বাগানে ফুটিলো ফুল
ভোমরায় করে আকুল
এগো ফুলের পাতায় বসে ভোমর
করিল কী দারুণ ভুল।


বসন্ত আসিলে পরে
কোকিল ডাকে কুহু সুরে,
এগো মনের কথা মনেই পুড়ে
বন্ধুয়ায় বুঝেনা বোল।


বরষার নতুন জোয়ারে
ঢেউ জাগে নদীর গভীরে
এগো জল ছাড়া নদী মরে
ঢেউয়ে তো আর দেয়না দোল।


কল্পকান্ত সদাই যে ভাবে
বন্ধুয়ারে আর কী পাবে
এগো বন্ধু বিনে প্রাণে মরে
পায় না খোজে কোন কূল




ওল্ডহাম
০১/০৯/২০২১

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

প্রেম করিয়া হইলো একি ভিষণ জ্বালা



প্রেম করিয়া হইলো একি ভিষণ জ্বালা
বিচ্ছেদে মন পোড়ে যায়, যেমন জ্বলে কয়লা।।


ঘুমাইলে স্বপনে দেখি
দিবসে তার ছবি আঁকি
ভুলতে চাইলে যায় না তারে, সহজে ভোলা


যেমন করে পোষা পাখি
গান ধরে প্রিয় ডাকি
ছেড়ে দিলে যায় না উড়ে, প্রেম থাকে উজালা


কল্পকান্ত সদাইর বাকি
মরণ ছাড়া আছে আর কি
সেই আশাতে চেয়ে আছে হইয়া উতলা




ওল্ডহাম
১৪/০৪/২০২১
০১/০১/১৪২৮

শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

যেতে চাইলে যাও চলে বাঁধা দেবো না



যেতে চাইলে যাও চলে বাঁধা দেবো না
প্রাণ বন্ধুরে, পুরায়ে যাও বাসনা।।


ভুলে যাবে এমন করে
ভাবেনি এ পাগল মনে
দূরে গেলে বাড়ে জ্বালা প্রাণে সয় না
প্রাণ বন্ধুরে, পুরায়ে যাও বাসনা।


তুমি যদি যাবে ভুলে
রাখিও তবু স্মরণে
ভুলতে গেলে প্রাণ মাঝে বাড়ে বেদনা


জল ভরা নদী আছে
পাবে কি তা ডাঙ্গগার গাছে
কল্পকান্তর পোড়া দেহ পিরিতি পায় না




১৯/০৩/২১
সুইন্টন

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

ও আমার হাত কাটে, পাও কাটে



ও আমার হাত কাটে, পাও কাটে
সময় কেনে কাটেনা
ভুলে যাব তারে, ভোলাতাে গেলনা।।


স্বপনে দেখি তারে, এলো সে হাওয়াতে চড়ে
আমিও ভাসাই দিলাম পিরিতের নৌকা।।
ডুবে ডুবে জল গভীরে লাই খেলা জমে না


সে যদি যাবে চলে, আমারে এমনে ফেলে
ভাবিলাম অভাগা নিজে রইলাম একা।।
চোখের জলে বহে নদী প্রাণে ব্যাথা সহেনা


কল্পকান্ত সদাইর মনে, থাকে সে অতি গোপনে
প্রেমিকেরা ভাবে কেবল হইয়ারে বোকা।।
তার বিচ্ছেদে প্রাণ জ্বলে বাড়ে শুধু বেদনা




২০/০২/২০২১
ওল্ডহাম

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

যাবো কী, যাবো না বন্ধু

যাবো কী, যাবো না বন্ধু
সে তো জানি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।


তোমার মনে বসত হলে
আর তো যাবো না
ভালবেসে একটু হেসে
পুরাও বাসনা।।


পাবো কী, পাবো না বন্ধু
সে তো বুঝিনা
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।


কল্পকান্ত সদাই ভাবে
হলো যাতনা
দূরে রাখো, ভুলে থাকো
সে তো হবেনা।।


রবো কী, রবো না বন্ধু
সে তো খুজি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।


২৩/০১/২১
ওল্ডহাম

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

কলসি যায় ভেসে জলে



কলসি যায় ভেসে জলে
তারে ধরতে যেওনা
প্রেম নদীতে ডুবতে সখি রয়েছে মানা।।


যে নেমেছে একবার, না জানিয়া সাঁতার
ডুবিয়া মরিলো- তার হইলো বেদনা।।


প্রেমতো খেলা নয়, করবে যে অভিনয়
হারালে বুঝিবে তার- কী ছিল বাসনা।।


কল্পকান্ত সদাই যে, প্রেমের কথা না বুঝে
ডুবিয়া মরিলো- তার বাড়লো যাতনা।।




১০/০১/২১
সুইন্টন