যাবো কী, যাবো না বন্ধু
সে তো জানি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
তোমার মনে বসত হলে
আর তো যাবো না
ভালবেসে একটু হেসে
পুরাও বাসনা।।
পাবো কী, পাবো না বন্ধু
সে তো বুঝিনা
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
কল্পকান্ত সদাই ভাবে
হলো যাতনা
দূরে রাখো, ভুলে থাকো
সে তো হবেনা।।
রবো কী, রবো না বন্ধু
সে তো খুজি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
২৩/০১/২১
ওল্ডহাম