একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

তুমি যারে বন্ধু ভাবো, করো পিরিতে দেওয়ানা


তুমি যারে বন্ধু ভাবো, করো পিরিতে দেওয়ানা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো জানিনা
আমি তো জানিনা দয়াল, কিছুই তো বুঝিনা


বন বৃক্ষ ছায়া তলে
ভিঁজায়ে সমুদ্র জলে
রাখ তারে গোপন করে - এ কেমন বাসনা


অন্তর পোড়া যত জ্বালা
আগুনেতে পুষ্প কয়লা
মন দিয়া আঙ্গার করো - এ কেমন যাতনা


কল্পকান্ত ভাবে যত
বাড়ে গো হৃদয় ক্ষত
পোষা পাখির মতই ছটফট - করে যে তাড়না





ওল্ডহাম
১৯/১২/২০১৫

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

নদীর জলে ডুব সাঁতারে কোন ভুবনে ডুবতে যায়


নদীর জলে ডুব সাঁতারে কোন ভুবনে ডুবতে যায়
জল পিপাসায় চাতক পাখি অম্ল পানে মরতে চায়


মরতে কে গো জীবন বাজি
রাখলো ওগো দয়াল সাঁইঝি
ঝড় তুফানে উঠল কে আর
ডুবতে থাকা ভাঙা নায়


জন্মিলে যে বায়ুর আশে
মরতে কি আর ভালবাসে
ধুলোর ঘরে সাঁজায় বাসর
অনন্ত কাম বাসনায়


যে অসুখে সাগর কাঁদে
নদীও তার জল সাধে
ঝরণা ঝরে আকুল হয়ে
যেই পিরতের ভাবনায়


কল্পকান্ত কখন ডুবে
ক্রোধ আর হিংসা লোভে
দিন গেল যে পাড়ে বসে
আহার নিদ্রা যাতনায়




ওল্ডহাম
১৮/১২/২০১৫

আমি কিতা করতাম গো


আমি কিতা করতাম গো।।
সোনা বন্ধু গেল আমায়
একলা থইয়া গো


চান্দের দেশে যাইতে বন্ধে
না লাগায় আনা কড়ি
আমারে নো থইয়া যায়
দিয়া প্রেমর দড়ি।।


একলা ঘুরে একলা ঘুমায়
আইন্দাইর রাইত বেলা
চাইয়া থাকি নিদ্রা আশে
হায় বিয়ানে একেলা।।


কল্পকান্ত বন্ধুর লাগি
গাইছে যত গান
হুইন্না মাইনষে অট্টহাসে
করলো অপমান।।






ওল্ডহাম
১৮/১২/২০১৫

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বন্ধুর প্রেমে মন মঁজাইলাম গো কলঙ্কী হইলাম


বন্ধুর প্রেমে মন মঁজাইলাম গো কলঙ্কী হইলাম
এখন বন্ধে বিন বাসে গো কুলও হারাইলাম



বন্ধু আমার আপন ছিল গো রাখিতাম আদরে
ব্যথা দিয়া চইলা গেল গো বুকের পাঁজরে
মনের দুঃখ সইতে ভারি এখন কারে যে কইতাম


বন্ধু আমার গেল গো প্রবাস সুখেরই আশায়
এখন বন্ধে কাঁদে কাঁদায় মোরে নয়ন জলে ভাসায়
দুই দেশেতে দুই জন থাকি কেমনে যে সইতাম



প্রেমর ডোরে বাঁধা দু'জন গো একই সুতায়
কল্পকান্ত কেমন করে গো একলা ঘরে ঘুমায়
বন্ধুর বিরহে পোড়া কেমনে গো মইতাম





ওল্ডহাম
০৩/১২/২০১৫

উতাল ঢেউয়ে কূল ভাঙ্গিলো


উতাল ঢেউয়ে কূল ভাঙ্গিলো
জাগলনারে চর কোন
কোন সে মায়ায় নদীর মাঝি
মিছে স্বপন বুনো।।


নদীর জলে ভেসে ভেসে
বেড়াও তুমি গেয়ে হেসে।।
ঠেকলে নৌকা চরে এসে
যাবে জলে যৌবন


পথ ধরেছ ছেড়া পালে
বৈঠা সোজা ঢেউয়ের তালে।।
ভাঙে যদি ঘুর্ণি জালে
যাবে বৃথা জীবন


মাঝির যদি রঙিলা মন
কে জানে ডুবায় কখন।।
ডুবিলে আসিবে সমন
কাঁদবে কান্ত'র মন


মাঝি যদি রঙিলা হয়
ঘুর্ণি জলে ভাসিতে ভয়।।
নিরাশা উবে উদয়
কাঁদবে কান্ত'র মন





ওল্ডহাম
০৩/১২/২০১৫

যতন করে গাঁথলাম মালা

যতন করে গাঁথলাম মালা
সয়ে কত প্রেম জ্বালা।।
অঙ্গার হইল মনের ঘর
পুড়াইলে নি পুড়ে গো অন্তর


বন্ধু যদি বিন বাসে গো।।
দূরে যায় চলিয়া
কে লইব অভাগার খবর


বন্ধু আমার ছিল আপন।।
হৃদ মাঝারে লুকাইয়া
এখন বন্ধু হইল পর


কল্পকান্ত প্রেমের রোগে।।
গেছে সব ভুলিয়া
আওরে বন্ধু সাঁজাই বাসর







ওল্ডহাম
০৩/১২/২০১৫