নদীর জলে ডুব সাঁতারে কোন ভুবনে ডুবতে যায়
জল পিপাসায় চাতক পাখি অম্ল পানে মরতে চায়
মরতে কে গো জীবন বাজি
রাখলো ওগো দয়াল সাঁইঝি
ঝড় তুফানে উঠল কে আর
ডুবতে থাকা ভাঙা নায়
জন্মিলে যে বায়ুর আশে
মরতে কি আর ভালবাসে
ধুলোর ঘরে সাঁজায় বাসর
অনন্ত কাম বাসনায়
যে অসুখে সাগর কাঁদে
নদীও তার জল সাধে
ঝরণা ঝরে আকুল হয়ে
যেই পিরতের ভাবনায়
কল্পকান্ত কখন ডুবে
ক্রোধ আর হিংসা লোভে
দিন গেল যে পাড়ে বসে
আহার নিদ্রা যাতনায়
ওল্ডহাম
১৮/১২/২০১৫