একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

ধীরে ধীরে যাইও রে পথিক, ধীরে ধীরে যাইও


ধীরে ধীরে যাইও রে পথিক, ধীরে ধীরে যাইও
পথে পাইলে বন্ধুরে আমার মনের কথা কইও রে
পথিক, ধীরে ধীরে যাইও


নদে আসে নয়া পানি, পাড় ভাঙ্গানি ঢেউ
দুই পাড়েতে ঘর বান্ধীলাম, না চিনিলাম কেউ
দূরে থাকা বন্ধুরে আমার, দূরের কথা কইও রে
পথিক, ধীরে ধীরে যাইও


উঠোন ভরা হাওয়া খেলে, আসবে নাকি ঝড়
হৃদয় জুড়ে বসত বাড়ি, কে ভাঙ্গবে সেই ঘর
ঝড়ের রাতে বন্ধুরে আমার ঝড়ের কথা কইও রে
পথিক, ধীরে ধীরে যাইও




কল্পকান্ত সদাই পোষে মন পুড়ানো ব্যথা
আগুন লাগা বনের ভিতর যেমন উড়ে পাতা
পাখির মতো বন্ধুরে আমার উড়ার কথা কইও রে
পথিক, ধীরে ধীরে যাইও




৩০/০৫/১৯
ওল্ডহাম

শনিবার, ১১ মে, ২০১৯

তুমি বন্ধু দূরে থাক প্রাণটা আমার কাঁদে


তুমি বন্ধু দূরে থাক প্রাণটা আমার কাঁদে
গলার মালা হয়ে তুমি থাক আমার সাথে

দুর্দিনের দরদী বন্ধু দূরে কেন থাক
মায়াডোরে বান্ধীয়া বুকের পাশে রাখ
পড়লে মনে বন্ধু তোমায় চোখ ভিঁজে যায় জলে

তোমার আমার ভালবাসা নদীর উতাল ঢেউ
দুই পাড়েতে দু'জনারর ঘর না চিনিলাম কেউ
প্রেমেতে এমন যাদু মনটা কেবল জানে

কল্পকান্ত সদাইর মনও যার ছবি আঁকে
বুকের ভিতর বরফ করে তারেই যে রাখে
জোর বিরহে বন্ধু আমার দূরের ঘর বাঁধে




১১/০৫/১৯
সুইন্টন