একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

আমি কেমন করে যাবো ভুলে তোমারও পিরিতিরে


আমি কেমন করে যাবো ভুলে তোমারও পিরিতিরে
তুমি বন্ধু যাইবায় নি ভুলে
আমি দিবানিশি পুড়ে মরি তোমারই প্রেম অনলে।


গাছের ডালে পাখির বাসা পাখি ডাকে নিরালায়
বসন্ত আসলে পরে রঙিলা কোকিল গায়।।
আমার মনের আগুন হয় যে দ্বিগুণ নিভেনা আর তরলে


ফুলের পাতায় ফুল ভোমরা ফুলের মধু খায়
বাগান ভরা ফুলের পাপড় হাওয়াতে উড়ায়।।
আমি যেদিক থাকাই দেখি তোমায় চেয়ে আছো নিরলে


কল্পকান্ত সদাই যেমন- সদাইর মনে যারে চায়
জীবন ও যৌবনও দিয়ে আর কি তারে পায়।।
আমার মনেতে ভয়, তবুও লয় মরি পিরিতেরই গরলে







২৯/১২/১৮
সুইন্টন

মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

বলোনা কেমন লাগছে আজ


বলোনা কেমন লাগছে আজ
বেলা গেলো সন্ধ্যা হলো
কে পিন্দাইলো এমন সাঁজ?


বহুদিন পরও আমি
সাঁজিলাম এমনও সাঁজ
বলোনা কেমন লাগছে আজ?


কল্পকান্ত সদাইর মনও
লাগিলো একই সাঁজ
বলোনা কেমন লাগছে আজ?




ওল্ডহাম
১৩/১১/১৮

সোমবার, ১৬ জুলাই, ২০১৮

যে ভালবাসা দিয়ে


যে ভালবাসা দিয়ে
গিয়াছে সে হারিয়ে
হয়না যে তার তুলনা
বুকে বাঁজে হাহাকার বেদনা


জানেনা তো আর কেউ
ভাঙে যেমন নদীর ঢেউ
বয় যেন বিষাদের যমুনা


পাহাড়ের বুক ছিড়ে
যেমন করে ঝর্ণা ঝরে
কাছে ডাকে সাগরের মোহনা


কল্পকান্তা সদাইর মন
যারে ভাবিলো আপন
তার প্রেমে বাড়ে শুধু যাতনা




১৬/০৭/১৮
সুইন্টন

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

তোরে ছাড়া কেমনে বেঁচে রইরে প্রাণনাথ


তোরে ছাড়া কেমনে বেঁচে রইরে প্রাণনাথ
তোরে ছাড়া কেমনে বেঁচে রই
বুকের ভিতর বরফ জমে করে হইচই রে প্রাণনাথ


ফুলের বনে ভোমর আসে রে প্রাণনাথ
ফুলের বনে ফুটে নানান ফুল
তোর সাথে পিরিত হইল ভাসাইয়া দু'কূল রে


আমার মনে আগুন জ্বলেরে প্রাণনাথ
আমার মনে খেলে নদীর ঢেউ
বুকের ভিতর তড়পড়ানি জানলোনারে কেউ রে


কল্পকান্ত সদাইর মনে তুইরে প্রাননাথ
কল্পকান্ত সদাই ভাবে তোরে
মনের ভিতর আগুন নিয়ে ডুব দেয় সাগরে রে




১২/০৪/১৮
ওল্ডহাম

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

কালার বাঁশি বাঁজেরে



কালার বাঁশি বাঁজেরে
ও কালা বাঁজায় বাঁশি রাধার নাম ধরিয়ারে


ফুলেতে বসে ভোমরা
প্রেমেতে মঁজিয়া শুন্যে দেয় উড়া
ভোমরা ফুল হাসেরে
ও ফুল ঝরে যায়- শ্যাম পিরিতের দায়রে


নদীতে আসেরে তুফান
বুকেতে জড়াই ধরে ভুলিয়া মান
জলে নদী ভাসেরে
ও নদী শুকাইয়া যায়- শ্যাম পিরিতের দায়রে


মনেতে জ্বলেরে আগুন
রাধার প্রেমে মন বিকাইয়া লাগেরে দারুণ
কল্পকান্ত সদাইর মন
ও সদাই রাধার প্রেমে- যমুনাতে যায়রে




০৮/০৪/১৮
সুইন্টন

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

হৃদয় মাঝে রেখেছি তোরে


হৃদয় মাঝে রেখেছি তোরে
তুই কেন থাকিসরে দূর
আমার মনের ভিতর বাঁজেরে বন্ধু
বাঁজেরে তোর সুুর


হৃদয় দিয়া ভালবাসিলাম
তোরে ছাড়া আর নাহি চাইলাম
তবু কেন থাকিস দূরে
ভুলিয়া ঘর দোর


আমি যখন ছিলামরে একা
পথে হলো তোর সাথে দেখা
এখন কেন ছাড়িয়া যাসরে
বুকে দিয়া পোড়


কল্পকান্ত সদাইর মনে
রাখলো তোরে খুব যতনে
নদী ভরা ঢেউ নাচেরে
ভেঙে প্রেমের জোড়





০৬/০৩/১৮
ওল্ডহাম

সোমবার, ৫ মার্চ, ২০১৮

আমি ডুব দিলামরে



আমি ডুব দিলামরে
তার প্রেম সাগরে
অকুলে ডুব দিয়া দেখি সে থাকে দূরে


তার মনের বেদনা
আমার জানা হলোনা
চোখের জলে নদী বয়- ঝরণা ঝরে রে


আমার মনের অসুখ
দারুণ বেদনা থাকুক
বুকের ভিতর বরফ জমে- নড়ে না রে


কল্পকান্তর মন
যারে করিল পোষণ
উড়াল দিয়া যায় সে যে- ফিরে না রে




০৫/০৩/১৮
সুইন্টন

সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

আমার সোনামন পাখি


আমার সোনামন পাখি
দিবেরে ফাঁকি
পিন্জিরা রইবে পড়ে মাটিরও উপর


যেদিন পাখি যায়
মনটারে পোড়ায়
উড়াল পাখি উড়ালেতে বাঁধে প্রেমের ঘর


পাখির উড়ালেতে সুখ
তার পাষাণ হিয়া বুক
কার সাথে পিরিতি আর কারে দেয় আদর


তবু কল্পকান্তর মন
ভাবে সারাক্ষণ
প্রেমেতে মন মঁজাইয়া সাঁজাইবে বাসর




০১/০১/১৮
সুইন্টন