একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

রবিবার, ৩১ মে, ২০১৫

মাইনষে কয় আমি পিরিতি করি নি


মাইনষে কয় আমি পিরিতি করি নি
আমার পিরিতি কার সনে।।
কার লাগি পরান কান্দে বন্ধু কালা জানে


অন্তরে প্রেম রাখিয়া দুইও অন্তর পুড়ে
দুই জনাতে ঘর বাঁধে অনন্ত অঙ্গারে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


রাইত নি আছে, দিন নি আছে পিরিতে যে মরা
দুই জনাতে ঠগাঠগি, খায় দুই জনাতেই ধরা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


বাসরে কি আসে যায় লাগেনা ফুলও মালা
শয়নে স্বপনে রয়, মিলনে দুইজনই একেলা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে


কল্পকান্ত প্রেম করে তার বন্ধুয়ারও সনে
বাঁচে মরে একই সাথে পরাণে পরাণে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে



ওল্ডহাম
৩১/০৫/২০১৫

শনিবার, ২৩ মে, ২০১৫

শোন নিরে মন কে কথা কয় মনেরই ভেতর


শোন নিরে মন কে কথা কয় মনেরই ভেতর
কোথায় যাও ঘুরে বেড়াও অচেনা এ শহর।।


মোড়ে মোড়ে আলো জ্বলে বাহারী তার ছঠা
রুপে মঁজে নয়ন ভুলে নিজ ভেতর রটা।।
কেউ নি রাখে আপন হয়ে তোমার সে খবর


চমকায় বিজলী আকাশে মেঘ করে যে ঘটা
ধরায় নেমে আসে যেন প্রেমিক কুলটা।।
সোহাগে নো আঁছরে পড়ে ভূমির উপর


বাতি ঘরে কে জ্বালাবে শুণ্য তেল লোটা
কল্পকান্ত জেগে আছে আন্ধার তার কোটা।।
দৌড়াইয়া নি পাওয়া যায় চান্দের পসর





ওল্ডহাম
২৩.০৫.২০১৫