শোন নিরে মন কে কথা কয় মনেরই ভেতর
কোথায় যাও ঘুরে বেড়াও অচেনা এ শহর।।
মোড়ে মোড়ে আলো জ্বলে বাহারী তার ছঠা
রুপে মঁজে নয়ন ভুলে নিজ ভেতর রটা।।
কেউ নি রাখে আপন হয়ে তোমার সে খবর
চমকায় বিজলী আকাশে মেঘ করে যে ঘটা
ধরায় নেমে আসে যেন প্রেমিক কুলটা।।
সোহাগে নো আঁছরে পড়ে ভূমির উপর
বাতি ঘরে কে জ্বালাবে শুণ্য তেল লোটা
কল্পকান্ত জেগে আছে আন্ধার তার কোটা।।
দৌড়াইয়া নি পাওয়া যায় চান্দের পসর
ওল্ডহাম
২৩.০৫.২০১৫