যে দেশ যাওরে বন্ধু, আমার নামটি লইও
তোমায় লইয়া গান বান্ধি, স্মরণে রাখিও।
পিরিত ভালা, পিরিত মন্দ
লোক সমাজে কয়
পিরিত বিনে সমাজের লোক
কেমনে বড় হয় গো বন্ধু
কেমনে বড় হয়।
যেথায় তুমি থাকো বন্ধু, পিরিতে থাকিও
জগৎ জুড়ে মানুষ আছে
মনের মানুষ হয় না
প্রেমের মানুষ দূরে থাকে
অবুঝ প্রাণে সয় না গো বন্ধু
অবুঝ প্রাণে সয় না।
যত দূরে থাক বন্ধু, সইতে পারিও
কল্পকান্ত সদাই ঘুরে
দেশান্তরী হইয়া
পোড়া বনে গাছের মত
বুকে ব্যথা লইয়া গো বন্ধু
বুকে ব্যথা লইয়া।
ভুলিয়া থাক বন্ধু, ভুল করে ডাকিও
২৩/০৯/২০২২
মেইন রোড, ওল্ডহাম