একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

দেয়াল বলে কথা


দেয়াল বলে কথা
বন্ধু দেয়াল বলে কথা
কান পেতে শোন বন্ধু, তার বুকে জমা ব্যথা


সারা রাতি বৃষ্টি ঝরে
শ্যাওলা জমে বুকের 'পরেও
এক পায়ে দাড়ায়ে থাকে, মুখে নাই যে কথা


ফুটে ফুল দেয়াল জুড়ে
মালি নাইরে তার ঘরেও
দেয়াল যেদিন আছড়ে পড়ে, মুছে সব ইতিকথা


কল্পকান্ত সদাইর মনে
ভাঙা দেয়াল আটকে পড়েও
মধুর সুরে কাছে ডাকে, নির্বাক যত কথা





১৯/১১/১৭
সুইন্টন

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

লোকের কথায় কী আসে যায়


লোকের কথায় কী আসে যায়
লোকে ও তো প্রেম করে
প্রেমের মানুষ প্রেম কী তা জানে


বৃক্ষ যেমন পাতায় পাতায় সেঁজে গুজে রয়
দিলের পাতায় লাগলে হাওয়া প্রেমের নৌকা বয়


নদীর জলে পাড় ভাঙানো উতাল পাতাল ঢেউ
লোহা কাঠে পিরিত হলে আর ডুবেনারে কেউ


কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়






ওল্ডহাম
১৮/১০/২০১৭

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

রঙের রঙিলা বারই লাগাইছ কোন খেলা


রঙের রঙিলা বারই লাগাইছ কোন খেলা
ফান্দে পড়িলা সদাই আইয়া ভবর মেলা


আয়নাতে যে রুপ দেখিলায় হইয়া গো মশগুল
বিনা ভাবে করলায় পিরিত দিয়া তারে ফুল
রুপে মঁজে, প্রেমে মঁজে গেল সদাইর বেলা


ডুব সাঁতারো নামলা সদাই খেলতা প্রেমর লাই
অকূল জলে কান্দইন ডুবে বন্ধুরে না পাই
বন্ধু যে জন, থাকইন দূরে বাড়ে প্রেম হেলা


কল্পকান্ত সদাই মাতইন বন্ধুরে মনো লইয়া
বন্ধুয়ায় সাঁজাইন বাসর সদাইরে একলা থইয়া
বন্ধুর প্রেমে উজান টানে সদাই ভাসাইন ভেলা




২৪/০১/২০১৬ - ১৭/০৯/২০১৭
ওল্ডহাম - সুইন্টন

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

আমি তার প্রেমে পড়েছিরে



আমি তার প্রেমে পড়েছিরে
তার প্রেমে মন মঁজাইয়া আমি অকূলে ভেসেছিরে
তার প্রেমে আছেরে মধু
যে দিয়াছে মন তারে সে ফেঁসেছেরে


জগতে প্রেমেরও গীতি
লোকে বলে মন্দ তাহা লোক দেখানো রীতি
তবু তারা ভাল যে বাসে
হারা জেতার ধার ধারেনা যায় ভালবেসেরে


তার কথা কী বলিব আর
ভুলে, ভুলে যাই তবু মনে পড়ে বারেবার
প্রেমের যে এমন মুরতি
কোন ছলে যায়না ভোলা সে মনে থাকেরে


কল্পকান্ত সদাই যে বলে
প্রেমের মানুষ যায় পুড়ে হায় প্রেম বিচ্ছেদ অনলে
তবুও সে ভাল যে বাসে
হারা জেতার ধার ধারেনা যায় ভালবেসেরে



ওল্ডহাম
১৩/০৯/২০১৭

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

দক্ষিণেতে আছে গো সাগর


দক্ষিণেতে আছে গো সাগর
উত্তরেতে পাহাড় কাঁদে শুইয়া মাটির 'পর
মনের দুঃখ মিটতো যদি বুকে বইত প্রেমের ঝড়


ঝর্ণাধারা ঝরে দেখ, তার কী বাহারি ছল
মান ভুলিয়া পবন নাচে, হয় নদীও উতল
এমন করে ঝর্ণা নদী সাঁজায় তবু বেহুলারর বাসর


বৃষ্টি ফোটায় গাছের পাতা কেমন করে ঝলমল
আহত হয় ধুলোর শরীর ব্যথায় কাঁদে যে প্রবল
তবু বৃষ্টি ধুলোয় মাখামাখি, হয় প্রেমেরই দোসর


কল্পকান্তর মনও সাগর যেন উতাল পাতাল বয়
পুড়ামনে রোদের ঝিলিক, ঝড় তুফানও সয়
জীবন নৌকার বৈঠা টেনে কোথায় বাঁধবে মায়ার ঘর





ওল্ডহাম
২৩/০৮/২০১৭

শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

আমার মনে নো মানেনা


আমার মনে নো মানেনা
আমার প্রানে নো মানেনা
কার গেছে কইতাম আমার
মনেরও বেদনা


রইদে নো ঝকমক করে আমার চারোপাশে
ঝড় তুফানে একলা কান্দি, ঝড় হাওয়াতে ভেসে


বাইরষা নামে জলাধারে অকুল ভাসান জল
মনের ভিতর ঘর নো বান্দি ডুবিয়া অতল


কল্পকান্ত সদাইর মনে সদাই করে উচাটন
উড়াইতে রঙিলা ঘুড্ডি ছইয়া মায়াবী পবন




ওল্ডহাম
১১/০৮/২০১৭

রবিবার, ২ জুলাই, ২০১৭

তোমারে কেমনে যাই ভুলিয়া রে প্রাণনাথ


তোমারে কেমনে যাই ভুলিয়া রে প্রাণনাথ
তোমারে কেমনে যাই ভুলিয়া
তুমি থাকো হৃদ মাঝে সকাল সন্ধ্যা শুইয়ারে প্রাণনাথ


তোমার সাথে প্রেম ছিলোনা রে প্রাণনাথ
তোমার সাথে প্রেম হলোনা আর
তবু কোন পিরিতে ডুবাও মোরে, ভাসাও বারেবার রে প্রাণনাথ


তোমার প্রেমে যাইতো যদি জাতরে প্রাণনাথ
তোমারে প্রেমে মিটতো মনের আশ
পোড়ামনে বাড়তো না আর কাঙ্গালি তিরাষরে প্রাণনাথ


কল্পকান্ত সদাই ভাবে তোমায়রে প্রাণনাথ
কল্পকান্ত সদাই যদি ডুবে
কোথায় গেলে পাবে তোমায়, কোথায় নিজে রবেরে প্রাণনাথ






০২/০৭/২০১৭
সুইন্টন, ম্যানচেস্টার

রবিবার, ৪ জুন, ২০১৭

যে জলে নাইতে নামে


যে জলে নাইতে নামে
সে কি আছে ডুবতে রাজি?
ডুবে ডুবে জল মহালে
কে আর যাবি ধরতে বাঁজি?
ওরে মন মহাজন নৌকা সাঁজায়
মহালে মাছ ধরতে রাজি


পাহাড় থেকে জলের ধারা
ঝর্ণা ঝরে মনোহরা;
তারে কি আর নদী বলি
যে নদী জলে মরা
তার বিচারে যায় কোন সে কাজী?


ভাসান জলে ভাঙ্গেরে ঘর
ভাটিতে জাগে যে চর;
সেই জলেতে ডুবদি খেলি
নদী যদি জলেই ঘুরে
হাল ধরে কেন নৌকার মাঝি?


কল্পকান্ত সদাই ভাবে
আসিলায় তো কোথায় যাবে
কোন পথে যে মনদি চলি
রুপেই যদি চমকে উঠি
নানান রঙে আমি কেনবা সাঁজি?




সুইন্টন, ম্যানচেস্টার
০৪/০৬/২০১৭

শুক্রবার, ২ জুন, ২০১৭

আমি তোমায় ভালবাসিলাম


আমি তোমায় ভালবাসিলাম
ভালবেসে মইলাম বন্ধু আমি প্রেমেতে মঁজিলাম
তাই মনের দুঃখ বুকে লইয়া পিরিতের ঘর বাঁধিলাম


মেঘের পরে মেঘ ঝরে রইদে করে ঝিকমিক
তুমি বন্ধু রইলায় দূরে প্রানটা করে ধিকধিক
তাই মনের আশা বুকে লইয়া পিরিতের নায় ভাসিলাম


তোমার লাগি পরাণ কান্দে ঘরে রয়না পোড়ামন
যত দূরে রাখো আমায় তোমারে যে হয় স্মরণ
তাই মনের অসুখ বুকে লইয়া পিরিতের জলে ডুবিলাম


কল্পকান্ত সদাই পোড়ে বন্ধুর প্রেমে মঁজিয়া
দূর দেশেতে থাকি বন্ধু পাষাণে বুক বাঁধিয়া
তাই বুকে পাথর, মন বান্ধিয়া পিরিতের গান বাঁধিলাম




সুইন্টন, ম্যানচেষ্টার
০২/০৬/২০১৭

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

আমার মন পড়ে রয় মায়া নদী


আমার মন পড়ে রয় মায়া নদী, মায়া নদীর পাড়ে
মনে আশা বাঁধবো বাসা ঐ নদীর কিনারে ।।


একটা চাতক পাখি গান গেয়ে যায়
মায়া নদীর বাঁকে
কোন পিরিতে জড়াই ধরে আমায়
নাম ধরো সে ডাকে।।
আমি না চিনি গো তারে


আমার বাগান ভরা ফুলের পাপড়
হাওয়াতে যায় উড়ে
সুগন্ধ বিলায় মরো ধুলো, আর
আর ডুবতে ডাকে যে সাগরে।।
আমি পাড় নি হই সাঁতারে


কল্পকান্ত সদাইর মনে, সদাই
রোদ ঝকমক করে
ঝড় তুফানে বুকের শ্মশান, তার
আগলে রাখে রে পাথরে।।
সদাই না পুড়ে আঙ্গারে






২০/০৪/২০১৭
ওল্ডহাম

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

প্রেম করে মইলাম আমি প্রেমীরও সনে


প্রেম করে মইলাম আমি প্রেমীরও সনে
পুড়ে আঙ্গারা হইলাম প্রেমেরই আগুনে


আমি প্রেম করেছি বলে
লোকে আমায় মন্দ বলে
এখন কুলনাশী হইয়া ঘুরি
প্রেমের বৃন্দাবনে


মালা গাঁথি ঝরা ফুলে
প্রেম হয়নি সখি ভুলে
এখন দুইজনাতে পুড়তে থাকি
প্রেমেরই কিরণে


কল্পকান্ত সদাই বলে
পোড়ুক মন বিচ্ছেদ অনলে
এখন পোড়ামনে ডুবতে থাকি
প্রেমরও গহীণে




ওল্ডহাম
২৪/০২/১৭

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বন্ধু আমায় ছেড়ে যাইওনা


বন্ধু আমায় ছেড়ে যাইওনা
আমি তোমায় ভালবাসি
আমারে ভুলিওনা


আমার সুখ সময়ে পাশে ছিলে
থাকো নিধান কালে
বন্ধু যদি থাকো পাশে
ভয় নাইরে আফালে


তুমি যদি যাওরে ভুলে
যাবে পিরিত বিফলে
কেমন করে বাঁধব এ মন
কল্পকান্ত বলে






ওল্ডহাম
১৪/০২/২০১৭