আমি তার প্রেমে পড়েছিরে
তার প্রেমে মন মঁজাইয়া আমি অকূলে ভেসেছিরে
তার প্রেমে আছেরে মধু
যে দিয়াছে মন তারে সে ফেঁসেছেরে
জগতে প্রেমেরও গীতি
লোকে বলে মন্দ তাহা লোক দেখানো রীতি
তবু তারা ভাল যে বাসে
হারা জেতার ধার ধারেনা যায় ভালবেসেরে
তার কথা কী বলিব আর
ভুলে, ভুলে যাই তবু মনে পড়ে বারেবার
প্রেমের যে এমন মুরতি
কোন ছলে যায়না ভোলা সে মনে থাকেরে
কল্পকান্ত সদাই যে বলে
প্রেমের মানুষ যায় পুড়ে হায় প্রেম বিচ্ছেদ অনলে
তবুও সে ভাল যে বাসে
হারা জেতার ধার ধারেনা যায় ভালবেসেরে
ওল্ডহাম
১৩/০৯/২০১৭