আমার সাথে তুমি ঘুমাও, তোমার সাথে কে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
মনে গোপন যত কথা, বলতে গেলে পাই ব্যথা
সহজ করে যায়না বলা চোখের আনদাজে।।
যে রুপে আছি আমি দেখ নয়নও রেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সহজ করে যায়না বলা চোখের আনদাজে।।
যে রুপে আছি আমি দেখ নয়নও রেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
বলতে ব্যাকুল আমি, আছো কি জেগে তুমি
ঘুমের ঘোরে নিত্য যেন কে আর সাঁজে।।
সাঁজো তুমি যে রুপে আমারেও দিও মেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
আমারে পাইনা ভেবে, হারিয়েছি সেই কবে
সাঁজো তুমি যে রুপে আমারেও দিও মেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
আমারে পাইনা ভেবে, হারিয়েছি সেই কবে
লুকায়ে আছি তোমায় যেন কত সহজে।।
কল্পকান্ত সদাই বুঝি সদাই তোমারে ডাকে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সুইন্টন
১৮/১০/২০
কল্পকান্ত সদাই বুঝি সদাই তোমারে ডাকে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সুইন্টন
১৮/১০/২০