বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারিনা
কী করি উপায় গো সজনী, কী করি উপায়।
মনেতো মানেনা, প্রাণেও সহেনা
দূরে থাকা হলো দায় গো সজনী, কী করি উপায়।
আশা ছিল এই মনে, বাঁধিব ঘর বন্ধুর সনে
সেই আশা হইলোনা পুরন
আমি হলাম নিরুপায় গো সজনী।
সে ছিল যে এত আপন, রাঙিয়ে দিলো ভূবন
তারে যারা বেচে থাকা
আর হলো না সহায় গো সজনী
কল্পকান্ত সদাইর মনো, আছে সে অতি গোপনো
সে বিনে মোর শুন্য হৃদয়
ভরে বেদনায় গো সজনী
০১/১০/২০
সুইন্টন/ওল্ডহাম
সুইন্টন/ওল্ডহাম