একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

মনো পাখিরে কেমনে বান্দিয়া রাখি তোমায়



মনো পাখিরে কেমনে বান্দিয়া রাখি তোমায়
সময় হইলে যাইবায় উড়ে লা মোকামের হাওয়ায়


উড়ালে উড়ালে থাকো
মনের সুখে কুহু ডাকো
আবার কেন বন্দী হওরে পিরিতেরই নেশায়


ভবেরই মাজারে এসে
গেলায় যে প্রেমেতে ফেঁসে
এখন কেন ছটফট করো ছাড়িয়া যাইবার দায়


কল্পকান্ত সদাই ভাবে
ছুটিলে কোথায় যাবে
কোন পবনে উড়াল মারি যাবে যে কোথায়





ওল্ডহাম
৩০/১২/২০১৬

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

আমি তার পিরিতের দিওয়ানা

আমি তার পিরিতের দিওয়ানা
সোনা বন্ধুয় আমারে নো বুঝলোনা


ও আমি দিয়াছি গো মন
তারে ছাড়া গেলো আমার জীবনও যৌবন
এখন প্রাণটি লইয়া পড়িল টান
পড়শিও তা জানলোনা


ও সে গেছে কি ভুলে
পোড়ায়ে গেলো যে আমায় প্রেমর অনলে
এখন বুকের ভিতর পড়িল বান
আরতো ছুটলোনা


ও রে কল্পকান্ত'র মন
ভাবিয়া বুঝিল সে যে আসিলে মরণ
তখন কী হবে সাঁজাইয়া উঠান
বন্ধুরে যদি পাইলোনা





ওল্ডহাম
০৭/১২/২০১৬