আমি তার পিরিতের দিওয়ানা
সোনা বন্ধুয় আমারে নো বুঝলোনা
ও আমি দিয়াছি গো মন
তারে ছাড়া গেলো আমার জীবনও যৌবন
এখন প্রাণটি লইয়া পড়িল টান
পড়শিও তা জানলোনা
ও সে গেছে কি ভুলে
পোড়ায়ে গেলো যে আমায় প্রেমর অনলে
এখন বুকের ভিতর পড়িল বান
আরতো ছুটলোনা
ও রে কল্পকান্ত'র মন
ভাবিয়া বুঝিল সে যে আসিলে মরণ
তখন কী হবে সাঁজাইয়া উঠান
বন্ধুরে যদি পাইলোনা
ওল্ডহাম
০৭/১২/২০১৬