মাইনষে কয় আমি পিরিতি করি নি
আমার পিরিতি কার সনে।।
কার লাগি পরান কান্দে বন্ধু কালা জানে
অন্তরে প্রেম রাখিয়া দুইও অন্তর পুড়ে
দুই জনাতে ঘর বাঁধে অনন্ত অঙ্গারে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে
রাইত নি আছে, দিন নি আছে পিরিতে যে মরা
দুই জনাতে ঠগাঠগি, খায় দুই জনাতেই ধরা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে
বাসরে কি আসে যায় লাগেনা ফুলও মালা
শয়নে স্বপনে রয়, মিলনে দুইজনই একেলা গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে
কল্পকান্ত প্রেম করে তার বন্ধুয়ারও সনে
বাঁচে মরে একই সাথে পরাণে পরাণে গো।।
পোড়া মনে বাড়ে জ্বালা বন্ধু কালা বিহনে
ওল্ডহাম
৩১/০৫/২০১৫