একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

ও রঙের কারিগর


ও রঙের কারিগর
রং নি লাগাও মনের উপর
রং নিয়া খেলা-নেলা
কর তুমি সারাবেলা
রাখ নানান রঙের খবর।


ভুবনে আসিয়া, গেলায় প্রেমে ফাঁসিয়া
রঙের বাহারে মজে হইলায় অতল
যে রঙে রাঙিলায় অঙ্গেতে মাখিলায়
রঙে রঙিন চিনে করিলায় আদর।।


রঙে চমক লাগে অভিমানে অনুরাগে
কালা সাদা রং দেখে হইলায় কতল
নানা রঙের নামে গুণে উতলিয়া যৌবনে
বেশ ধরে ঘটা করে সাঁজাইলায় গতর।।


কল্পকান্ত চিনেনা রঙের বাহার জানেনা
রঙ দিয়া গড়ে তবু রঙীলা আদল
বাতাসের যেই গুণ নিভাইলে জ্বালায় আগুন
ছাই হইয়া উইড়া যায় রঙেরই আতর।






ওল্ডহাম
২৩.০৬.২০১৫