ও রঙের কারিগর
রং নি লাগাও মনের উপর
রং নিয়া খেলা-নেলা
কর তুমি সারাবেলা
রাখ নানান রঙের খবর।
ভুবনে আসিয়া, গেলায় প্রেমে ফাঁসিয়া
রঙের বাহারে মজে হইলায় অতল
যে রঙে রাঙিলায় অঙ্গেতে মাখিলায়
রঙে রঙিন চিনে করিলায় আদর।।
রঙে চমক লাগে অভিমানে অনুরাগে
কালা সাদা রং দেখে হইলায় কতল
নানা রঙের নামে গুণে উতলিয়া যৌবনে
বেশ ধরে ঘটা করে সাঁজাইলায় গতর।।
কল্পকান্ত চিনেনা রঙের বাহার জানেনা
রঙ দিয়া গড়ে তবু রঙীলা আদল
বাতাসের যেই গুণ নিভাইলে জ্বালায় আগুন
ছাই হইয়া উইড়া যায় রঙেরই আতর।
ওল্ডহাম
২৩.০৬.২০১৫