উতাল ঢেউয়ে কূল ভাঙ্গিলো
জাগলনারে চর কোন
কোন সে মায়ায় নদীর মাঝি
মিছে স্বপন বুনো।।
নদীর জলে ভেসে ভেসে
বেড়াও তুমি গেয়ে হেসে।।
ঠেকলে নৌকা চরে এসে
যাবে জলে যৌবন
পথ ধরেছ ছেড়া পালে
বৈঠা সোজা ঢেউয়ের তালে।।
ভাঙে যদি ঘুর্ণি জালে
যাবে বৃথা জীবন
মাঝির যদি রঙিলা মন
কে জানে ডুবায় কখন।।
ডুবিলে আসিবে সমন
কাঁদবে কান্ত'র মন
মাঝি যদি রঙিলা হয়
ঘুর্ণি জলে ভাসিতে ভয়।।
নিরাশা উবে উদয়
কাঁদবে কান্ত'র মন
ওল্ডহাম
০৩/১২/২০১৫