পিরিতি করিয়া গেলাম গো হারাইয়া
মন চাইলে আইও ফুল বাগিছায়
মনে যত কথা, খুইলা কইবো সবই তা
বেলা যে কেটে যাবে ভাবনায়
ফুলে ফুলে রাঙিয়া, ডাল থাকে সাঁজিয়া
বাতাসে সুরে সুরে গান গায়
আসিলে ফাগুন, ভ্রমরায় গুন গুন
আগুন জ্বালাইয়া দেয় অন্তরায়
নিঠুর কাঠুরিয়া কাটে কাঠ গুনিয়া
পাখি কাঁদে হারানোর যাতনায়
কল্পকান্ত সহেনা প্রেমিকের বেদনা
পেয়ে ও সে আর না পায়
ওল্ডহাম
১৫/০৪/২০১৬