তার রুপে সদাইর মন নিলো রে
যে রুপেতে আইলা বন্ধু
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
আসি বলে লুকায় বন্ধু
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন