এলো সখী আয় বসি নিরালায়
বাঁশিটির সুর শুনি কে বাঁজায় একেলায়
এলো সখী আয়।।
বাশের বাঁশি বাঁজাই রাঁধা
মনতো মানেনা বাঁধা গো
রুপের ছটায় লাগুগ ধাঁধাঁ
বনের ভেতর আলো ডুবে বেলা আমার যায়।।
বাঁশি কি আর যাদু জানে
কে বুঝে তার সুরের মানে গো
লাগুগ ছোয়া রাধার প্রানে
ঝড় লাগে যে ছেড়া পালে ঢেউ না উঠুক নায়।।
কল্পকান্ত বাঁজায় বাঁশি
রাঁধা যদি শুনায় হাসি গো
পিরিতের দড়িতে ফাঁসি
জীবন যাবে হাওয়া জলে ঐ রূপেরই নেশায়।
ওল্ডহাম
০৬.০৪.২০১৫