আমি যদি প্রেমে ডুবি
বন্ধুর প্রেমে অতল হই
টানিয়া তুলিব সে ডুবুরী কই।
বন্ধুর প্রেমে যেজন মঁজে
ডুব দেয়া তারই সাঁজে গো
জলের উপর জল ঢালিয়া
প্রেম সাগরে ডুবে রই।।
যেজন প্রেমে মন দিয়াছে
সে কি আর বায়ুতে বাঁচে গো
আগুন পানি সমান লাগে
চিপাতে লাগেনা পই।।
কল্পকান্ত প্রেমে মরে
প্রেমে বাঁচে প্রেমে ঘুরে গো
ভেসে বেড়ায় আকাশ পাতাল
লাগেনা তার কোন মই।।
ওল্ডহাম, ২৩.০৩.২০১৫