ভাবিলো কল্পকান্ত
থাকিবে আরো শান্ত
মনের সাথে মন মজাঁইয়া
পাইবেরে লাগাল
বন্ধুর পাইবেরে লাগাল
আমার আছে কিরে ধন
তারে করিব যতন
বন্ধে শুন্যে দেয় উড়াল
বসন্তের এমনই হাওয়া
সদাই মনে দেয় যে ধাওয়া
তবু যেন মনে বয় কার্তিকের আকাল
ফুটে ফুল চারিপাশে
বন্ধুয়া নাই মোরও পাশে
মনের ভেতর বইছে যেন বৈশাখী আফাল
আমার বন্ধু কিতা জানে
তার মনে কিরে মানে
কেমনে থাকে সে করিয়া আড়াল
ওল্ডহাম
১৬.১০.২০১৫