পান খাব গান গাব নাচিয়া নাচিয়া
বিষ্যুদবারে আইসো বন্ধু গান শুনাবো তুমায়
পরাণে পরাণ রাইখো আপনও জানিয়া।
তুমি বন্ধু ফুলটি হইও, আমি হবো ভ্রমর
পিরিতের ডোরে বেঁধে লইব মনের খবর।।
দুই জনাতে একজন হবো প্রেমেতে ডুবিয়া
আমাতে-তুমাতে মিলে বাগানে ফুটিব
ফুলেরও সুরভী হয়ে হাওয়াতে মিশিব।।
একের ভেতর দুই জন রবো প্রেমেতে মজিয়া
তুমি বন্ধু অকুল নদী আমি উতাল ঢেউ
দুইজনাতে ঘর বাঁধিলাম না চিনিলাম কেউ।।
সাতরে সাগর পাড়ি দেব প্রেমেতে ভাসিয়া
কল্পকান্ত জিগ্যাস করে কেবা তুমি-আমি
নামে গুণে বিচার করে কেবা হবে দামী।।
কুজনে সুজন ভাবি প্রেমেতে বুঝিয়া
ওল্ডহাম
১৪.১০.২০১৫