ও সুরমা নদীরে তুমারে শুধাই
মনর খবর খইবাইনিরে বন্ধুর কাছে যাই
আমার মনো শান্তি নাই।।
বন্ধু আমার কোনবা দেশে অচিন হাওয়ায় উড়ে
যাইবায় নিরে সুরমার পানি (আমার) বন্ধুয়ারও ঘরে
আমি তুমারে শুধাই...
ঢেউয়ের জলে দুঃখ পুড়ে যদি হইত ছাই
ভব হাওয়ায় প্রান বাঁচিত (আমার) বন্ধুরে না পাই
আমি তুমারে শুধাই...
কল্পকান্ত অথৈ জলে সাঁতরে বেড়ায় একা
অইবনি আর প্রাণ থাকিতে (আমার) বন্ধুর সাথে দেখা
আমি তুমারে শুধাই...
ওল্ডহাম
১৩.০৯.২০১৫