নদীর ঘাটও যাওলো সখি কাঙ্খে কলসি লইয়া
বাঁজায় বাঁশি পথ চেয়ে বন্ধু শ্যাম কালিয়া
পথে বিছাইল শিউলি ফুল
গন্ধ বিলায় মেঘও চুল
হাওয়ার তারে রাখও কান পাতিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া
নদী ভরা কাজলা জল
রাঙা পায়ে নামে ঢল
লাজুক হাসি রাখও আঁচলে ঢাকিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া
যে সুরে মন আকুল
হয়রে সদাইর মধুর ভুল
ডুব দিয়া রয় প্রেমেতে মঁজিয়া
বাঁজায় বাঁশি বন্ধু শ্যাম কালিয়া
ওল্ডহাম
২৫/১১/২০১৫