একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আমার মনো পাখিরে

আমার মনো পাখিরে
তুমি যাইতায়নি উড়িয়া,
এখন কেন ছটফট করো
মায়ার পিন্জুরায় হামাইয়া।


পোষ মানিয়া রইলায় পরে
এই পিন্জুরার ভেতর,
নানা রঙের রং মাখিয়া
বাঁধিলায় এই ঘর।
যাইবার কালে যাইবায় উড়ে
কোন ইশারা পাইয়া।


কত কথা শিখলায় তুমি
পাইয়া লোকের আদর,
প্রেমে মঁজে মনানন্দে
সাঁজাইলায় এই বাসর।
সব ভুলে যাইবায় চলে
কার প্রেমেতি মঁজিয়া।


কল্পকান্ত সদাই পোষে
মনোয়া এক পাখি,
আদরে সোহাগে রাখে
নিরালা দেয় ফাঁকি।
সময় হলে যাইবায় উড়ে
এই পিন্জুরা ছাড়িয়া।


ভলতেয়ার, প্যারিস
৩১/১২/২৩

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

আমার মনে যারে চায়

আমার মনে যারে চায়
আমার প্রাণে যারে চায়
সে থাকে দূরে বন্ধু
পরাণ জ্বলে বেদনায়।।


কত কথা গেছে পুড়ে
কত কথা রয় গোপনে
সব কথা কি বলে ফেলা যায়।।


এমন বুঝি সুদিন ছিল
এমন করে দিন যে গেল
দিন গেল যে উড়িয়া হাওয়ায়।।


কল্পকান্ত সদাই ভাবে
মন কেন তারেই ভাবে
দিন গেল যে তার ভাবনায়।।



ভলতেই/প্যারিস
২৭/০৯/২০২৩

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

যে দেশ যাওরে বন্ধু, আমার নামটি লইও



যে দেশ যাওরে বন্ধু, আমার নামটি লইও
তোমায় লইয়া গান বান্ধি, স্মরণে রাখিও।


পিরিত ভালা, পিরিত মন্দ
লোক সমাজে কয়
পিরিত বিনে সমাজের লোক
কেমনে বড় হয় গো বন্ধু
কেমনে বড় হয়।
যেথায় তুমি থাকো বন্ধু, পিরিতে থাকিও


জগৎ জুড়ে মানুষ আছে
মনের মানুষ হয় না
প্রেমের মানুষ দূরে থাকে
অবুঝ প্রাণে সয় না গো বন্ধু
অবুঝ প্রাণে সয় না।
যত দূরে থাক বন্ধু, সইতে পারিও


কল্পকান্ত সদাই ঘুরে
দেশান্তরী হইয়া
পোড়া বনে গাছের মত
বুকে ব্যথা লইয়া গো বন্ধু
বুকে ব্যথা লইয়া।
ভুলিয়া থাক বন্ধু, ভুল করে ডাকিও





২৩/০৯/২০২২
মেইন রোড, ওল্ডহাম